পাসপোর্ট ফি | পাসপোর্ট করতে কত টাকা লাগে | দেশ, বিদেশ | E-Passport Fee

passport fees

আমরা অনেকেই পাসপোর্ট ফি কত টাকা এই বিষয়টা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, অনেক সময় দালাল চক্রের হাতে পড়ে প্রচুর পরিমাণে ঢাকা নষ্ট করে ফেলি। তাই আপনি যদি পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়টি নিজেই জেনে রাখেন, তাহলে সরকার কর্তৃক ফি ছাড়া অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে না।

বর্তমান বাংলাদেশের মধ্যে প্রায় প্রতিটি জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। তাই আপনারা চাইলে যে কোন অফিস থেকে আপনার নির্ধারিত ফি পরিশোধ করে, নতুন পাসপোর্ট আবেদন বা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবেন।

সাধারণত আপনার পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, এটা নির্ভর করে পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা, ডেলিভারি টাইমের উপর ভিত্তি করে। আপনার পাসপোর্ট এর পৃষ্ঠা যত বেশি হবে পাসপোর্ট এর দাম তত বেশি হবে।

তাই আপনারা যারা প্রয়োজনের ভিত্তিতে এ সমস্ত জিনিস জানতে আগ্রহী, তাদেরকে আমি Recommend করব আজকের এই নিবন্ধটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য। কেননা আমি এখানে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর এবং উপস্থাপন করার চেষ্টা করেছি।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট করতে সর্বোচ্চ ৬৪ পৃষ্ঠা ১০ বছর ১৩৮০০ টাকা লাগে, তবে সেটা দুই দিনের মধ্যে Super Express delivery এর মাধ্যমে পাওয়া যায়। Express delivery এর ক্ষেত্রে ১০৩৫০ টাকা লাগে, আর একই পৃষ্ঠা এবং একই মেয়াদের পাসপোর্ট normal delivery এর ক্ষেত্রে ৮০৫০ টাকা লাগে।

সাধারণত পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়টা নির্ভর করে আপনার পাসপোর্ট এর সাইজ (পৃষ্ঠা) এবং validity এর উপর নির্ভর করে। এক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট এর খরচ ৪০২৫ টাকা এবং সর্বোচ্চ ১৩৮০০ টাকা লাগে।

পাসপোর্ট ফি ৪৮ পৃষ্ঠা ৫ বছর মেয়াদ

নিয়মিত বিতরণ:৪,০২৫ টাকা
জরুরী বিতরণ:৬,৩২৫ টাকা 
অতীব জরুরী বিতরণ:৮,৬২৫ টাকা 
পাসপোর্ট ফি ৪৮ পৃষ্ঠা ৫ বছর

পাসপোর্ট ফি ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ

নিয়মিত বিতরণ:৫,৭৫০ টাকা
জরুরী বিতরণ:৮,০৫০ টাকা
অতীব জরুরী বিতরণ:৮,৬২৫ টাকা 
পাসপোর্ট ফি ৪৮ পৃষ্ঠা ১০ বছর

পাসপোর্ট ফি ৬৪ পৃষ্ঠা ৫ বছর মেয়াদ

নিয়মিত বিতরণ:৬,৩২৫ টাকা
জরুরী বিতরণ:৮,৬২৫ টাকা
অতীব জরুরী বিতরণ:১২,০৭৫ টাকা
পাসপোর্ট ফি ৬৪ পৃষ্ঠা ৫ বছর

পাসপোর্ট ফি ৬৪ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ

নিয়মিত বিতরণ:৮,০৫০ টাকা
জরুরী বিতরণ:১০,৩৫০ টাকা
অতীব জরুরী বিতরণ:১৩,৮০০ টাকা
পাসপোর্ট ফি ৬৪ পৃষ্ঠা ১০ বছর

অনেক সময় আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন করতে জানিনা। তাই আপনি চাইলে আপনার নিকটস্থ কোনো বাজারে গিয়ে কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারেন। এক্ষেত্রে দোকানওয়ালাকে সর্বোচ্চ ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি দিতে হতে পারে।

আপনাদের সুবিধার্থে আমি নিজে পাসপোর্ট ফি নিয়ে একটা ট্যাবিল দিয়ে দিয়েছি এখান থেকে আপনার পাসপোর্ট এর ধরন এবং পৃষ্ঠার উপর ভিত্তি করে কত টাকা আসবে সেটা জেনে নিন। তারপরেও আমি নিচে Table আকারে ইংরেজিতে সবগুলো বিস্তারিতভাবে সাজানোর চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ চেয়ারম্যান সার্টিফিকেট [ আবেদন, ডাউনলোড ও মেয়াদ ]

১০ বছরের মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে

১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট করতে সর্বনিম্ন ৮০৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩৮০০ টাকা লাগে। এটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার পাসপোর্ট এর বছর এবং পৃষ্ঠা কত পেইজের এটার উপর ভিত্তি করে। তাছাড়া কত তাড়াতাড়ি আপনি আপনার পাসপোর্টটা পেতে চান এটার উপর নির্ভর করে পাসপোর্ট এর টাকা খরচ হয়।

NormalExpressSuper Express
8050/=10350/=13800/=

আপনার ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট যদি ২১ দিনে তথা ‌ Normal Delivery তে পেতে চান তাহলে সর্বনিম্ন যেটা সেটা খরচ হবে আর সেটা হচ্ছে ৮০৫০ টাকা। আর অন্যদিকে ১০ দিনে তথা Express delivery তে পেতে চান তাহলে ১০ হাজার ৩৫০ টাকা ফি দিতে হবে। আর অন্যদিকে Super express delivery তে যেতে চাইলে সর্বোচ্চ ১৩৮০০ টাকা খরচ দিতে হবে।

৫ বছরের মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে

৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এর ক্ষেত্রেও ৩ ক্যাটাগরির খরচ রয়েছে। এখান থেকে সর্বনিম্ন খরচ হচ্ছে ৬৩২৫ টাকা আর সর্বোচ্চ ১২০৭৫ টাকা। আর এটা সর্বক্ষেত্রে নির্ভর করবে আপনার পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা এবং কত তাড়াতাড়ি পেতে চান এটার উপর ভিত্তি করে।

NormalExpressSuper express
6325862512075

প্রথমত আপনি যদি ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ২১ দিনে তথা নরমাল ডেলিভারিতে পেতে চান সেক্ষেত্রে ফি দিতে হবে ৬৩২৫ টাকা (যেটা সর্বনিম্ন)। আর ১০ দিনে অর্থাৎ express delivery তে পেতে চাইলে ৮৬২৫ টাকা ফি দিতে হবে। অপরদিকে এই ক্যাটাগরির সর্বোচ্চ ফি হচ্ছে ১২০৭৫ টাকা আর এটা দিতে হবে যখন আপনার সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পেতে চাইবেন (২ দিনে)।

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে

দশ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করতে সর্বনিম্ন ৫৭৫০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার ৩৫০ টাকা ফি দিতে হবে। আর এখানেও তিন ক্যাটাগরি রয়েছে ১. নরমাল ডেলিভারি (২১ দিনে) , ২. এক্সপ্রেস ডেলিভার (১০ দিনে), ৩. সুপার এক্সপ্রেস ডেলিভারি ‌(২ দিনে)।

NormalExpressSuper express
5750805010350

আর এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার পাসপোর্ট এর দাম নির্ধারণ করা হয়। প্রথমতঃ নরমাল ডেলিভারিতে ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করাতে ৫৭৫০ টাকা ফি দিতে হবে। দ্বিতীয়তঃ এক্সপ্রেস ডেলিভারিতে ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করাতে ৮০৫০ টাকা ফি দিতে হবে। তৃতীয়তঃ সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করাতে চাইলে ১০৩৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি কত টাকা

আপনি যদি পাঁচ বছর মেয়াদের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট করাতে চান সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৬২৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এখানে তিন ক্যাটাগরি রয়েছে ‌ নরমাল ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভার, সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি আপনার পাসপোর্ট পেতে চান অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি আপনার পাসপোর্ট পেতে চান এটার উপর নির্ভর করে আপনার পাসপোর্ট এর ফি ধরা হয়।

NormalExpressSuper express
402563258625

আপনি যদি ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ২১ দিনে পেতে চান তাহলে ৪০২৫ টাকা দিতে হবে। আর একই পাসপোর্ট যদি ১০ দিনে পেতে চান তাহলে ৬ হাজার ৩২৫ টাকা দিতে হবে। আর সর্বশেষ আপনি যদি এই পাসপোর্ট দুই দিনের মধ্যেই পেতে চান তাহলে ৮৬২৫ টাকা ফি পরিশোধ করতে হবে।

বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট ফি কত

আপনারা যারা বিদেশ অবস্থানরত এবং তারা চাইতেছেন যে, বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট করাতে, তারা চাইলে করাতে পারবেন বাংলাদেশ দূতাবাস থেকে। এক্ষেত্রেও আপনাকে নির্দিষ্ট পরিমানে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। তবে এটা বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট ফি এবং বিদেশী অবস্থানরত বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট এর মধ্যে পার্থক্য রয়েছে।

সাধারণত বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনার কাছ থেকে দেশি মুদ্রায় টাকা গ্রহণ করবে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাসে (বিদেশে অবস্থানরত বাংলাদেশ ভিত্তিক অফিস) বৈদেশিক মুদ্রায় আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে।

পৃষ্ঠা সংখ্যামেয়াদসাধারণ ডেলিভারিজরুরী ডেলিভারি
৪৮৫ বছর১১৫ (ইউ এসডি)১৭২.৫ (ইউ এসডি)
৪৮১০ বছর১৪৩.৭৫ (ইউ এসডি)২০১.২৫ (ইউ এসডি)
৬৪৫ বছর১৭২.৫ (ইউ এসডি)২৩০ (ইউ এসডি)
৬৪১০ বছর২০১.৫ (ইউ এসডি)২৫৮.৭৫ (ইউ এসডি)
বিদেশে বাংলাদেশ পাসপোর্ট ফি

বৈদেশিক ক্ষেত্রে সাধারণত আপনাকে সর্বনিম্ন ১১৫ (ইউএস ডলার) থেকে শুরু করে সর্বোচ্চ ২৫৮.৭৫ (ইউ এস ডলার) পরিমাণে ফি পরিশোধ করতে হবে। তাই আপনাদের সুবিধার্থে উপরে আমি একটা ট্যাবিল দিয়ে দিয়েছি সেখান থেকে বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download [2024]

শেষকথাঃ

আশাকরি আপনারা আজকের লেখা থেকে জানতে পেরেছেন পাসপোর্ট ফি কত টাকা। আমি চেস্টা পাসপোর্ট ফি কত টাকা সেটা আপনাদের জানাতে। যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন।

(FAQs) সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?

পাসপোর্ট করতে ১০ বছরের ৬৪ পৃষ্ঠার নরমাল ৮০৫০ টাকা, জরুরি ১০৩৫০ টাকা, অতি জরুরী ১৩৮০০ টাকা এবং ১০ বছরের ৪৮ পৃষ্ঠার নরমাল ৫৭৫০, জরুরি ৮০৫০, অতি জরুরী ১০৩৫০ টাকা এবং ৫ বছরের ৬৪ পৃষ্ঠার নরমাল ৬৩২৫ টাকা, জরুরী ৮৬২৫ টাকা, অতি জরুরী ১২০৭৫ টাকা এবং ৫ বছরের ৪৮ পৃষ্ঠার নরমাল ৪০২৫, জরুরী ৬৩২৫, অতি জরুরী ৮৬২৫ টাকা খরচ হবে।

বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট করতে কত টাকা লাগে?

বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট করতে ৫ বছরের ৪৮ পৃষ্ঠার জন্য নরমাল ১১৫ এবং জরুরি ১৭২.৫ (ইউএসডি), দশ বছরের ৪৮ পৃষ্ঠার জন্য নরমাল ৫৭.৫ এবং জরুরি ৮৬.২৫ (ইউ এসডি) লাগে। ৫ বছরের ৬৪ পৃষ্ঠার জন্য নরমাল ১৭২.৫ এবং জরুরি ২৩০ (ইউ এসডি), ১০ বছরের ৬৪ পৃষ্ঠার জন্য নরমাল ২০১.৫ এবং জরুরি ২৫৭.৭৫ (ইউ এসডি) লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *