Smart NID Card Status Check | দেখে নিন আপনার স্মার্ট কার্ড পাবেন কখন

আপনারা যারা smart nid status এই বিষয়টা জানতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ো

আপনার স্মার্ট কার্ড কি এখনো পান নাই? তাহলে চিন্তার কোন কারণ নেই এখনই অনলাইন কিংবা এসএমএসের মাধ্যমে জেনে নিন Smart NID Status Check করে। আপনার স্মার্ট কার্ডটি কোন অবস্থাতে রয়েছে এ বিষয়টা জানতে পারবেন।

নির্দিষ্ট একটা ফরমেটে এবং নির্দিষ্ট একটা নাম্বারের মধ্যে এসএমএস পাঠিয়ে দিয়ে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস। তাই কিভাবে স্মার্ট কার্ড চেক করতে হয় কোন কোন স্টেপ অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই নিবন্ধে।

বর্তমান সময়ে আমাদের নাগরিকত্ব প্রমাণের জন্য সবচাইতে বেশি যে ডকুমেন্টস টা প্রয়োজন সেটা হচ্ছে স্মার্ট আইডি কার্ড, কিংবা জাতীয় পরিচয় পত্র। বাংলাদেশ নাগরিকের প্রায় অনেকেই এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পান নাই। তাই আপনারটাও যদি হাতে না পেয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয় পত্র যাচাই করে জেনে নিন কোন অবস্থাতে রয়েছে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক কি?

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অনলাইন থেকে স্মার্ট কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্রের progress জানা যায়। তো আপনারাও যদি এ বিষয়টা জানতে চান তাহলে নিবন্ধটা মনোযোগ সহকারে পড়বেন আজকের আর্টিকেলে এই বিষয়টা তুলে ধরা হয়েছে।

why this is important

বলতে গেলে আমাদের স্মার্ট আইডি কার্ড এর স্ট্যাটাস যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আমরা যারা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আবেদন করেছি অনলাইনে হোক কিংবা অফলাইনে তারা অনেক ক্ষেত্রে ই আইডি কার্ড পেতে দেরি হয়ে যায়।

তাছাড়া আবার যারা পুরাতন আইডি কার্ড করিয়েছেন অর্থাৎ লেমিনেটিং করা আইডি কার্ড তারাও অনেকেই স্মার্ট কার্ড হাতে পান নাই। সুতরাং যাদের কাছে লুমেনেটিং করা ভোটার আইডি কার্ড রয়েছে কিন্তু স্মার্ট কার্ড নেই তারাও স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন।

আর যারা নতুন ভোটার আইডি কার্ড করিয়েছেন এখনো পর্যন্ত আইডি কার্ড পান নাই তারাও জেনে নিতে পারবেন আইডি কার্ড হয়েছে কিনা। এক্ষেত্রে আপনি আমার দেওয়া আজকের এই লেখাগুলো পড়তে পারেন আশাকরি উপকারে আসবে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন যেভাবে

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম services.nidw.gov.bd/nid-pub এই ওয়েব সাইটে প্রবেশ করে একটা একাউন্ট করে ফেলুন আপনার স্লিপ নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ ইত্যাদি দিয়ে এবং চেক করে নিন স্মার্ট কার্ড স্ট্যাটাস।

তাহলে চলুন আমরা জেনে আসি কিভাবে online smart card status check করতে হয় নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করার মাধ্যমে। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই।

  • সর্বপ্রথম ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub এই ওয়েবসাইটটি।
  • আপনার ফরম নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন।
  • সঠিক জন্ম তারিখ অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে
  • প্রদত্ত ক্যাপচা পূরণ করে সাবমিট করুন নির্দিষ্ট স্টেপ শেষ করার পরে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিন

আপনি যদি অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। অর্থাৎ উপরে যে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি সেগুলো দেখে আসুন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন বুঝে যাবেন আশাকরি।

Smart NID Status Check

বর্তমান এই প্রযুক্তির দুনিয়ায় আমরা খুব সহজে বাড়িতে বসে আমাদের স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক করে নিতে পারব মুহূর্তের মধ্যে। তবে আমাদের মধ্যে যাদের স্মার্টফোন রয়েছে তারা দুই উপায়ে চেক করতে পারবেন একটা অনলাইনের মাধ্যমে অপরটা হচ্ছে এসএমএসের মাধ্যমে।

আর যাদের কাছে স্মার্টফোন নেই কিংবা ইন্টারনেট ব্রাউজিং করার কোন ব্যবস্থা নেই তারা শুধুমাত্র একটা উপায় অবলম্বন করে smart card status check করতে পারবেন আর সেটা হচ্ছে এসএমএস। তো এখন দুইটা পদ্ধতি বের হয়ে গেল যেগুলো হচ্ছে –

  • এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক
  • অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড যাচাই

তো এখন আমরা জেনে আসি প্রত্যেকটা স্টেপ অবলম্বন করে আমরা কিভাবে আমাদের এই কাজটা কমপ্লিট করতে পারি।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইনের মাধ্যমে

আপনার কাছে যদি ল্যাপটপ/কম্পিউটার/স্মার্টফোন কিংবা এমন একটি ডিভাইস থেকে যেটাতে কিনা ইন্টারনেট ব্রাউজিং করা যায় তাহলে আপনি খুব সহজ এবং একটা পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস কিংবা স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

সুতরাং চেক করার জন্য ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই ওয়েবসাইটটি। আপনার সামনে একটা পেজ ওপেন হবে। যেখানে মূলত আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দিয়ে একটা ফর্ম ফিলাপ করতে হবে।

এখানে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বলতে আপনার আপনার স্লিপ নাম্বার কিংবা জাতীয় পরিচয় পত্র নং এবং জন্ম তারিখ ইত্যাদি যেগুলো কিনা আমাদের সকলেরই জানা থাকে সাধারণত।

এখন পরবর্তী পেইজে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে সেখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিতে হবে যেভাবে আপনি আইডি কার্ড করানোর সময় দিয়েছিলেন। এবং পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করুন এসএমএস এর মাধ্যমে যেটা কিনা আপনার দেওয়া মোবাইল নাম্বারে যাবে।

পরবর্তী স্টেপ পার করতে হবে আপনার ফেস ভেরিফিকেশন করে। ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনার কাছে পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে এবং চাইলে সেট করতে পারে না চাইলে এড়িয়ে যান বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার একাউন্টের হোম পেজে যেখানে ডাউনলোড নামে বাটন দেখতে পাবেন সেখানেই ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন।

আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ [নতুন নিয়ম]

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

আপনাদের যাদের কাছে স্মার্টফোন ল্যাপটপ কিংবা কম্পিউটার ইত্যাদি নেই কিংবা এমন একটা ডিভাইস নেই যেটাতে ইন্টারনেট ব্যবহার করা যায় তাহলে তাদের জন্য ভিন্ন আরেকটি পদ্ধতি রয়েছে আর সেটা হচ্ছে এসএমএস।

nid smart card check by sms

অর্থাৎ আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং নাও করতে পারেন তাহলে smart nid status check করতে পারবেন জাস্ট এসএমএসের মাধ্যমে। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা ফরমেট ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট একটা নাম্বারে সেন্ড করতে হবে।

কিভাবে সেন্ড করবেন এবং কোন নাম্বারে সেন্ড করবেন সেই বিষয়টা নিচে দেওয়া হবে। তবে তার আগে আমরা একটা বিষয় জেনে নিয়ে আর সেটা হচ্ছে এসএমএসের ফরমেটটা কয় ধরনের হতে পারে।

সাধারণত এসএমএস এর মাধ্যমে এনআইডি স্মার্ট কার্ড চেক করার ক্ষেত্রে দুইটা ফরম্যাট ব্যবহার করা যায় একটা হচ্ছে স্লিপ ফরমেট অফারটা হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার ফরমেট। সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আগেই ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্লিপ নাম্বার।

অপরদিকে আপনার কাছে যদি আগেই ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জানা আছে। অবশ্যই এনআইডি নাম্বার হোক কিংবা স্লিপ নাম্বার এসএমএস ফরম্যাট লেখার সময় দিতে হবে।

প্রত্যেকটা ফরমেট ব্যবহার করে কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় এই ডকুমেন্ট চেক করতে পারি। এবং এই স্মার্ট কার্ড কবে পেতে পারি এই বিষয়টাও জেনে যাবেন এই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে।

ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড যাচাই করার ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে মেসেজ অপশনে এবং লিখতে হবে ‌SC <স্পেস> F <স্পেস> ফরম নাম্বার <স্পেস> সঠিক জন্ম তারিখ এবং পাঠিয়ে দিন ১০৫ নাম্বার।

smart card with form number

এসএমএস টি পাঠানোর পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আপনাকে একটা ফিরতি এসএমএস পাঠানো হবে। সেখানে দেওয়া থাকবে আপনার এনআইডি স্মার্ট কার্ডের স্ট্যাটাস। আশা করি এটাও জানতে পেরেছেন আপনার আইডি কার্ড অনুযায়ী স্মার্ট কার্ড নাম্বার কি রকম।

জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে Smart NID Status Check

আমরা যারা পুরাতন ভোটার অর্থাৎ আগেই ভোটার আইডি কার্ড করা আছে এবং আমরা জাতীয় পরিচয় পত্র নাম্বার পেয়েছি। তারাও চাইলে সহজ একটা প্রক্রিয়ার মাধ্যমে জাস্ট একটা নাম্বারে নির্দিষ্ট একটা এসএমএস করে এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

সুতরাং SC <স্পেস> NID <স্পেস> ১৭ কিংবা ১৩ ডিজিটের এনআইডি নাম্বার লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। উদাহরণস্বরূপ:- SC NID 0000000000000 and send to 105

কিছুক্ষণের মধ্যেই আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রেডি হয়েছে কিনা। যদি এসএমএস এর মধ্যে আপনার কার্ডটি তৈরি হয়েছে এমন লেখা আসে তাহলে বুঝবেন আপনি আইডি কার্ড কালেক্ট করতে পারেন।

দ্রুত স্মার্ট কার্ড পাবেন যেভাবে

আপনি যদি এখনো পর্যন্ত আপনার স্মার্ট কার্ডটা হাতে না পেয়ে থাকেন তাহলে স্মার্ট এনআইডি কার্ড এখনো পর্যন্ত তৈরি হয়েছে কিনা সেটা এসএমএস এর মাধ্যমে জেনে নিন। যদি দেখতে পান যে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তাহলে সরাসরি উপজেলা নির্বাচন কমিশন এ যোগাযোগ করুন।

বিশেষ করে যেহেতু স্মার্ট এনআইডি কার্ড বিতরণের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশ নির্বাচন কমিশনেই রয়েছে তাই আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি নতুন ভোটার হন কিংবা লেমিনেটিং করা আইডি কার্ড ব্যবহারকারি হন প্রত্যেক ক্ষেত্রে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুনঃ ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার উপায় | 10 Digit NID Card Check

শেষকথাঃ

আশাকরি আজকের এই নিবন্ধটি আপনাদের অনেক হেল্প হয়েছে এবং আপনার নিজের স্মার্ট কার্ড এর স্ট্যাটাস চেক করতে পেরেছেন। চাইলে এটা আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের কাছে এ বিষয়টা শেয়ার করতে পারেন।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

স্মার্ট কার্ড কারা পাবে?

স্মার্ট কার্ড বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই পাবে। তবে যারা ২০১৬ সালের আগেই জাতীয় পরিচয় পত্র করিয়েছেন তাদেরকে জাস্ট এমন একটি আইডেন্টি কার্ড সরবরাহ করা হতো যেটাতে শুধুমাত্র নাগরিকের ছবি নাম এবং পিতা মাতার নাম ইত্যাদি থাকতো। অন্যদিকে যারা ২০১৬ সালের পরে এনআইডি কার্ড করিয়েছেন তাদের প্রত্যেককেই স্মার্ট আইডি কার্ড প্রদান করা হচ্ছে। তবে ধাপে ধাপে আগের ভোটার এবং নতুন সকলকে স্মার্ট কার্ড প্রদান করা হবে।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কি?

বিভিন্ন কারণে আমাদের স্মার্ট কার্ড নষ্ট হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু স্মার্ট কার্ড এটা প্লাস্টিক জাতীয় হবার কারণে অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করা যায় না। তাই আপনি ভোটার আইডি কার্ডের মতো সেটা করতে পারবেন না, অবশ্যই তার জন্য আপনাকে জিডি করতে হবে এবং নির্বাচন কমিশনারে যোগাযোগ করতে হবে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করে সেটা কি ডাউনলোড করা যায়?

আমরা বিভিন্ন কারণে আমাদের জাতীয় পরিচয় পত্র পিডিএফটা ডাউনলোড করি এবং সেটা প্রিন্ট করবে ব্যবহার করি। তবে আপনি স্মার্ট কার্ড প্লাস্টিক জাতীয়ত হওয়ায় সেটা অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন না।