NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম [2024]

আপনি যদি ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চান নিবন্ধটা পড়তে পারেন

আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে যে ভোটার NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়মটা আসলেই অনেক কঠিন একটি প্রক্রিয়া, আসলেই তা নয় বরং অনেক সিম্পল একটা বিষয়। তাই আপনি যদি আজকের এই আর্টিকেলটা পড়েন ভোটার আইডি কার্ড যাচাই থেকে শুরু করে কিভাবে এনআইডি কার্ড নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড যাচাই করতে হয় এ বিষয়টাও জানতে পারবেন।

তাই আপনার কাছে যদি শুধুমাত্র আইডি কার্ডের নাম্বারটা থেকে এবং সেটা দিয়ে অনলাইনে আপনার আইডি কার্ডটা আছে কিনা যাচাই করতে চান এবং অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করতে হয় এ বিষয়টি জানতে আজকের এই নিবন্ধটা শেষ পর্যন্ত পড়লে।

আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা নতুন ভোটার হালনাগাদ অংশগ্রহণ করেছেন কিংবা নতুন ভোটার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পান নাই বরং ভোটার স্লিপ নাম্বারটা রয়েছে, তারা কিভাবে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করতে হয় এ বিষয়টাও জেনে যাবেন ইনশাল্লাহ।

এখানে ভোটার স্লিপ বলতে আপনি আইডি কার্ড করার সময় একটা পৃষ্ঠা থেকে কেটে আপনাকে অর্ধেক দেওয়া হয়েছিল মূলত এটাই হচ্ছে ভোটার স্লিপ। আর ভোটার স্লিপ এর মধ্যে একটা নাম্বার রয়েছে সেটাই হচ্ছে ভোটার স্লিপ নাম্বার। ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি আইডি কার্ডের নাম্বার বের করতে পারবেন এসএমএসের মাধ্যমে।

voter slip image
ভোটার আইডি কার্ড স্লিপ

ভোটার আইডি কার্ড স্লিপ আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যেমন আমরা যখন ভোট দিতে যাব তখন অবশ্যই আইডি কার্ড নাম্বারের প্রয়োজন তবে ভোটার লিস্টে যদি আপনার নাম এসে থাকে সেখান থেকেও আইডি কার্ড নাম্বার পাওয়া যাবে। তবে আইডি কার্ড নাম্বার যদি না পান সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড স্লিপ দিয়েই আইডি কার্ড নাম্বারটা বের করতে হবে।

আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড স্লিপ নাম্বারটা থাকে তাহলে ভোটার আইডি কার্ড হারিয়ে গেলেও এটা দিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার কালেক্ট করতে পারবেন এবং সেটা অনেক কাজে আসতে পারে যেমন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন।

ভোটার নাম্বার চেক করার নিয়ম

আপনি যদি ভোটার নাম্বার বের করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার স্লিপ নাম্বারের প্রয়োজন পড়বে যদি অন্য কোন ওয়ে না থাকে। সুতরাং ভোটার স্লিপ দিয়ে ভোটার নাম্বার বের করার জন্য সর্বপ্রথম services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে যখন ভোটার তথ্য পেজে যাবেন এবং আপনার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করবেন তখনই আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দেখতে পাবেন।

সুতরাং আপনি যদি নতুন ভোটারের জন্য আবেদন করে থাকেন তাহলে আইডি কার্ড হাতে না পেয়ে থাকলে উপরোক্ত পদ্ধতি অনুযায়ী স্লিপ নাম্বার ব্যবহার করে আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন। আপনার ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে একটা ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আইডি কার্ড নাম্বার দেখতে পাবেন।

তবে আপনার কাছে যদি শুধু মোবাইল থাকে অর্থাৎ মোবাইল দিয়ে যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে একটু নিচে স্ক্রল করতে হবে আর যদি কম্পিউটার অথবা ল্যাপটপ হয় তাহলে ডান পাশে দেখতে পাবেন। মূলত এখানে বিভিন্ন কিছু দেয়া থাকে যেমন আপনার ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং আপনার ভোটার এলাকা ইত্যাদি।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে যদি আপনি ভোটার আইডি কার্ড বের করতে চান সে ক্ষেত্রে সর্ব প্রথম services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন সেখানে আপনি আপনার ভোটার নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটা ক্যাপচা পূরণ করে পরবর্তী প্রসেস কমপ্লিট করলেই আপনি আপনার আইডি কার্ড বের করতে পারবেন।

আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম যেটা উপরে বলে দেওয়া আছে অথবা স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চাই তারা নিজেরাই প্রসেসটা ফলো করতে পারেন এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি

Total Time: 10 minutes

ওয়েবসাইটে প্রবেশ করুন

এখানে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রথমে প্রবেশ করতে হবে এর জন্য এখানে ক্লিক করুন

ফরম নাম্বারটি প্রবেশ করুন

এখন আপনাকে একটি ভোটার তথ্য পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনি দেখতে পাবেন জাতীয় পরিচয় পত্র / ফরম নাম্বর টাইপ করুন

জন্ম তারিখ দিন

আপনার সামনে আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে জন্ম তারিখ দেওয়ার অপশন কিংবা সিলেক্ট করার অপশন সুতরাং জন্ম তারিখটি সিলেক্ট করুন

ক্যাপচা পূরণ করুন

এখানে ক্যাপচা বলতে একদম শেষে একটা বক্স দেখতে পাবেন সেটার উপরে একটু ঝাপসা ইমেজের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দিবেন।

আপনার যদি ভোটার নাম্বার জানা থাকে তাহলে উপরোক্ত পদ্ধতি অনুযায়ী আপনি আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার নাম্বার কিংবা আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ উভয়টা জানা থাকতে হবে এবং সাবমিট করতে হবে।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম 

এখানে আপনি টুকেন বলতে হয়তো ভোটার আইডি কার্ড স্লিপের কথা বলেছেন, সুতরাং আপনি যদি স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে চান সে ক্ষেত্রে আমি উপরে কিভাবে করতে হয় এ বিষয়টা বলে দিয়েছি step by step সুতরাং আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আশা করি উপকারে আসবে।

নিবন্ধন স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আশাকরি নিবন্ধন স্লিপ এবং ভোটার আইডি কার্ড স্লিপ একই সুতরাং আপনি এই বিষয়টা জানার জন্য আর্টিকেলটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুরু থেকে পড়ে আসুন। কেননা আমি সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি এখানে যদি আবারও বলি তাহলে আর্টিকেলটা অনেক লম্বা হয়ে যাবে।

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম যেটা স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়মও একই পার্থক্য শুধু এই জায়গায় আপনি স্লিপ নাম্বার যেখানে দিয়েছেন এনআইডি নাম্বার দিয়ে বের করার ক্ষেত্রে এনআইডি নাম্বারটা সে জায়গায় দিবেন।

অর্থাৎ উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পরে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটা ক্যাপচা পূরণ করে পরবর্তী প্রসেস কমপ্লিট করলেই আপনার আইডি কার্ড বের করতে পারবেন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মটা জেনে করতে হবে যেন ভুল না হয় না হলে বের করতে পারবেন না।

আরও পড়ুনঃ মোবাইল দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক | NID Card Check বাংলাদেশ

নতুন ভোটার আইডি কার্ড বের করার নিয়ম

আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারাকিনা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো আইডি কার্ড হাতে পান নাই তাদের অবশ্যই পরবর্তী কাজ হচ্ছে আইডি কার্ড বের করা অনলাইন থেকে হোক কিংবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে।

তবে সরকার কর্তৃক আইডি কার্ড বের করার নিয়মটা আমাদেরকে সহজ করে দেওয়ায় এখন ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভাতে যোগাযোগ করতে হয়না। বরং আমরা নিজেই ঘরে বসে ইন্টারনেট ব্রাউজিং করার মাধ্যমে আইডি কার্ড বের করতে পারবো কিংবা ডাউনলোড করতে পারব। এখন হয়তো আপনার কাছে দুটো জিনিস থাকতে পারে নতুন হিসেবে-

  1. ভোটার স্লিপ নাম্বার অথবা
  2. আইডি কার্ড নাম্বার কিন্তু আইডি কার্ড নেই

এখানে আপনি ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে আপনার আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন যদি আইডি কার্ড নাম্বার না থাকে। তাছাড়া আপনি চাইলে ভোটার স্লিপ নাম্বার এবং আইডি কার্ড নাম্বার ব্যবহার করে services.nidw.gov.bd/nid-pub/voter-info এই ওয়েব সাইটে প্রবেশ করে একটা অ্যাকাউন্ট করার পর পরবর্তী প্রসেস কমপ্লিট করলেই পুরাতন কিংবা নতুন ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

শেষকথাঃ

আজকের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম কিভাবে আইডি কার্ড বের করতে হয়। আমি চেস্টা করেছি আপনাদের পরিস্কার করে বোঝাতে। তারপরেও যদি বোঝতে কোন অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

ভোটার আইডি কার্ড কিভাবে বের করব?

ভোটার আইডি কার্ড বের করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রবেশ করুন এবং আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা এবং সর্বশেষ ফেস ভেরিফিকেশন করে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

নাম্বার দিয়ে কি ভোটার আইডি কার্ড চেক করা যায়?

না শুধুমাত্র আপনি নাম্বার ব্যবহার করে যে কারো আইডি কার্ড বের করতে পারবেন না। তবে হ্যাঁ, নাম্বার ব্যবহার করে আপনার নাম্বারটা কোন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই আইডি কার্ড বের করতে পারবেন।

মোবাইল দিয়ে কি আইডি কার্ড বের করা যাবে?

হ্যাঁ আপনি মোবাইল কিংবা ল্যাপটপ/কম্পিউটার প্রত্যেক ডিভাইস দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন যেগুলোতে ইন্টারনেট ব্রাউজিং করা যায়।

আইডি কার্ড বের করতে কি টাকা খরচ হয়?

সাধারণত বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করতে কিংবা অ্যাকাউন্ট করতে কোন প্রকার টাকা খরচ হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে টাকা খরচ হতে পারে যেমন আপনার আইডি কার্ড হারিয়ে গেলে সেটা পুনরায় রি ইস্যু করতে কিংবা কোন কিছু সংশোধন করতে ইত্যাদি।

নির্বাচন কমিশন ওয়েব সাইটে একাউন্ট করতে কি কি প্রয়োজন?

প্রাথমিকভাবে আপনার স্লিপ নাম্বার/আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, একটি সচল মোবাইল নাম্বার, ফেস ভেরিফিকেশন ইত্যাদির প্রয়োজন পড়ে।

ভোটার নাম্বার হারিয়ে গেলে কি এনআইডি কার্ড বের করা সম্ভব?

আপনার আইডি কার্ডটা যদি হারিয়ে যায় সে ক্ষেত্রে আপনার স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। তবে আপনার কাছে যদি স্লিপও না থাকে তাহলে অবশ্যই নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করবেন। তাদেরকে গিয়ে জানাবেন যে আমার আইডি কার্ড হারিয়ে গেছে আমি সেটা পুনরায় উত্তোলন করতে চাই।

ভোটার আইডি কার্ড বের করার ওয়েবসাইট লিংক কোনটি?

ভোটার আইডি কার্ড বের করার ওয়েবসাইট লিংক হচ্ছে services.nidw.gov.bd/nid-pub/voter-info এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভোটার তথ্য পাবেন এবং অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *